For Advertisement

750px X 80px Call : +8801911140321

স্বামীর বন্ধুর সঙ্গে শারীরিক সম্পর্কে আপত্তি, গৃহবধূকে গণধর্ষণ

কারেন্ট নিউজ বিডি   ২ সেপ্টেম্বর ২০১৮, ৬:০৪:৫২

ঢাকা, ০২  সেপ্টেম্বর, কারেন্ট নিউজ বিডি : স্বামীর বন্ধুর সঙ্গে শারীরিক সম্পর্কে আপত্তি করায় গণধর্ষণের শিকার হলেন গৃহবধূ। আর ঘৃণ্য এই কাজটি করেন স্বয়ং স্বামী এবং তার সেই বন্ধু। শুধু তাই নয়, পুরো ঘটনার ভিডিও রেকর্ডিং করে ক্রমাগত ব্ল্যাকমেল করা হতে থাকে সেই নির্যাতিতাকে।

মর্মান্তিক এই ঘটনা ঘটেছে ভারতের মুম্বাইয়ের মহারাষ্ট্রে। গত মঙ্গলবার কোলসেওয়াড়ি পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেছেন সেই গৃহবধূ৷

For Advertisement

750px X 80px
Call : +8801911140321

পুলিশের কাছে দায়ের করা অভিযোগে নির্যাতিতা জানিয়েছেন, গত ১৭ অগস্ট এক বন্ধু বাড়িতে ডেকে পাঠায় তার স্বামী। এরপর কোমল পানীয়র সঙ্গে কিছু মিশিয়ে তাকে খেতে বলা হয় এবং সেই বন্ধুর সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হতে বলা হয়৷

পুলিশ জানায়, সেই নারী এমন কাজ করতে অস্বীকার করলে তাকে মেরে ফেলার হুমকি দিয়ে নেশার ঘোরে থাকা অবস্থাতেই বারবার ধর্ষণ করে তার স্বামী এবং স্বামীর বন্ধু৷ এখানেই শেষ নয়, এই বিষয়ে সে মুখ খুললে সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে আপলোডের হুমকিও দেওয়া হয়৷

এরপর সেই নির্যাতিতা তার বোনকে এই বিষয়ে জানালে তাকে অভিযোগ জানানোর কথা বলে তার বোন৷ তারপরই কোলসেওয়াড়ি পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করে সেই গৃহবধূ৷ অভিযুক্ত দু’জনই পলাতক৷ তাদের খোঁজে নেমেছে পুলিশ৷

For Advertisement

750px X 80px Call : +8801911140321

কারেন্ট নিউজ বিডি'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। 

পাঠকের মতামত: