For Advertisement
750px X 80px Call : +8801911140321গরমে আরাম পেতে লিনেনের পোশাকে

ঢাকা, ০৩ সেপ্টেম্বর, কারেন্ট নিউজ বিডি : এই মৌসুমে বাড়িতে থাকলে তবুও একটু স্বস্তি। কিন্তু বাইরে গেলে ঘেমেনেয়ে একাকার অবস্থা হয়। শরীরের সব পানি ঘাম হয়েই বেরিয়ে যায়। গায়ের জামাকাপড় ভিজে বিচ্ছিরি কাণ্ড হয়। তাই গরমকালে পোশাক নিয়ে চিন্তার শেষ থাকে না। ফ্যাশন মাথায় ওঠে। আরামের খোঁজে থাকে সবাই। তাই এই গরমে পরতে পারেন লিনেনের পোশাক।
লিনেন পোশাকের ব্যবহার নতুন নয়। সেই মিসরীয় সভ্যতার যুগ থেকে এর ব্যবহার চলে আসছে। সুতির পোশাকের দাম সে সময় কম থাকলেও, লিনেনের পোশাকের চাহিদা ছিল বেশি। সেটিই ছিল আভিজাত্যের পরিচয়। তবে এই হট সিজনে লিনেন পোশাক কি আরামদায়ক হবে? আপনার মনে যদি এমন প্রশ্ন ওঠে, তবে জানা থাকুক এই বিষয়গুলি :
For Advertisement
750px X 80pxCall : +8801911140321
১. লিনেনের পোশাক এই গরমে বেশ আরামদায়ক। অনেক বেশি ফুরফুরে। শরীর ঠাণ্ডা রাখতে সাহায্য করে।
২. লিনেনের তাপ শোষণ ক্ষমতা অনেক বেশি। গরম প্রতিরোধ করতে তা খুবই কার্যকরী। অতিরিক্ত গরম ও আর্দ্র জলবায়ুতে এই পোশাক আরামদায়ক।
৩. সুতির পোশাক ঘামে ভিজে গায়ে চিপচিপ করে। সেই থেকে বাঁচতে লিনেনের পোশাক পরতে পারেন।
৪. লিনেনের স্মুথ ও স্লিকিভাব সুতির মেটিরিয়ালের তুলনায় অনেক শক্ত। গরমে ঘামে সুতির পোশাক নষ্ট হয়ে যেতে পারে। সেদিক থেকে লিনেনের পোশাক বেশ মজবুত।
৫. শুধু আরাম নয়, এই মৌসুমে সুন্দর ও ক্যাজুয়াল লুক এনে দেয় লিনেন। তাই সামার ফ্যাশন জমুক লিনেনের পোশাকে।
For Advertisement
750px X 80px Call : +8801911140321কারেন্ট নিউজ বিডি'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মতামত: