For Advertisement
750px X 80px Call : +8801911140321পাকিস্তানকে উড়িয়ে ফাইনালে ভারত

ঢাকা, ২৪ সেপ্টেম্বর, কারেন্ট নিউজ বিডি : এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ের ১৪তম আসরে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে উড়িয়ে ফাইনালে পৌছে গেছে ভারত। সুপার ফোর পর্বের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৯ উইকেটের সহজ জয় পেয়েছে ভারত।
রোববার বিকেলে দুবাইতে টস জিতে ব্যাটিংয়ে নেমে সাত উইকেটে ২৩৭ রান করে পাকিস্তান। দলীয় ৫৮ রানে তিন উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে দলটি। পাকিস্তানি ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ ৭৮ রান করেছেন শোয়েব মালিক। এছাড়া শরফরাজ আহমদ ৪৪, ফখর আজম ৩১ এবং আসিফ আলী করেন ৩০ রান। ভারতের বোলারদের মধ্যে কুলদীপ যাদব, চাহাল ও জাসপ্রিত বুমরাহ দুটি করে উইকেট নিয়েছেন।
For Advertisement
750px X 80pxCall : +8801911140321
জবাবে ৩৯.৩ ওভারে ৯ উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় ভারত। দলকে দলকে উড়ন্ত সূচনা এনে দেন রোহিত শর্মা ও শিখর ধাওয়ান। সেঞ্চুরি করেন দুজনই। দলীয় ২১০ রানে ভারতের ওপেনিং জুটি ভাঙতে সক্ষম হয় পাকিস্তান। সেটিও রান আউটের সুবাদে। ১০০ বল থেকে ১৬টি চার ও দুটি ছক্কার মারে ধাওয়ান আউট হন ১১৪ রান করে। বাকিটা পথ আম্বাতি রাইডুকে নিয়ে পাড়ি দেন রোহিত। শেষ পর্যন্ত ১১১ রানে অপরাজিত রয়েছেন, রোহিত আর ১২ রান করে ক্রিজে ছিলেন রাইডু।
সুপার ফোরে এর আগে বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচে জয় পেয়েছিল ভারত।
For Advertisement
750px X 80px Call : +8801911140321কারেন্ট নিউজ বিডি'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মতামত: