For Advertisement

750px X 80px Call : +8801911140321

হোয়াটসঅ্যাপে এবার নতুন ফিচার

কারেন্ট নিউজ বিডি   ২৪ সেপ্টেম্বর ২০১৮, ৩:২৮:০১

ঢাকা, ২৪ সেপ্টেম্বর, কারেন্ট নিউজ বিডি : হোয়াটসঅ্যাপ এই প্রথম নোটিফিকেশানেও ছবি দেখানো শুরু করেছে। এই সুবিধা শুধুমাত্র অ্যানড্রয়েড ৯ পাই অপারেটিং সিস্টেমে কাজ করবে। তবে জিআইএফ ও ভিডিওতে কাজ করবে না এই ফিচার।

ইতিমধ্যেই সব পিক্সেল ফোনে পৌঁছে গেছে এই আপডেট।

For Advertisement

750px X 80px
Call : +8801911140321

এর আগেও ইনিলাইন ইমেজ পরীক্ষা করেছে জনপ্রিয় এই মেসেজিং সার্ভিসটি। কিন্তু নতুন এই ফিচারে নোটিফিকেশানে ছবি এক্সপ্যান্ড বা কলাপ্স করা যাবে। আপাতত হোয়াটসঅ্যাপ বিটা গ্রাহকরা এই ফিচার পরীক্ষা করছেন। এর সঙ্গে এই বিটা আপডেটে নতুন বিস্কুট স্টিকার প্যাক যোগ করেছে হোয়াটসঅ্যাপ।

অ্যানড্রয়েড পুলিশ এ প্রথম এক রিপোর্টে নতুন এই ফিচারের কথা প্রকাশিত হয়েছে। এই মুহুর্তে বাজারে থাকা প্রায় সব ফোনেই অ্যানড্রয়েড ৮.১ ওরিও অপারেটিং সিস্টেম চলে। যার কারণে গ্রাহকরা চাইলেই এই ফিচারটি উপভোগ করতে পারবেন।

For Advertisement

750px X 80px Call : +8801911140321

কারেন্ট নিউজ বিডি'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। 

পাঠকের মতামত: