For Advertisement
750px X 80px Call : +8801911140321হাসপাতালে ভর্তি জনপ্রিয় নায়ক ওমর সানী
কারেন্ট নিউজ বিডি ৬ মার্চ ২০১৮, ২:৪৭:১৪

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক ওমর সানী আজ বিকেলে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি হয়েছেন। দুপুরের পর হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন তিনি। এরপরই পরিবারের সদস্যরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে আসেন।
বিষয়টি নিশ্চিত করেছেন তার সহকারী আলী হোসেন। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন ওমর সানীর হার্টে তিনটি ব্লক ধরা পড়েছে। তবে তিনি শঙ্কামুক্ত। আরো কিছু প্রয়োজনীয় রিপোর্ট হাতে আসার পর পরবর্তী করণীয় সম্পর্কে সিদ্ধান্ত নেয়া হবে বলে চিকিৎসক সূত্রে জানা গেছে।
For Advertisement
750px X 80pxCall : +8801911140321
হাসপাতালে ওমর সানীর পাশে তার স্ত্রী মৌসুমী এবং পরিবারের অন্যান্য সদস্য রয়েছেন।
For Advertisement
750px X 80px Call : +8801911140321কারেন্ট নিউজ বিডি'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
© কারেন্ট নিউজ বিডি 2018 - Developed by RL IT BD
পাঠকের মতামত: