For Advertisement
750px X 80px Call : +8801911140321বরিশাল নগরীতে মোটরচালিত রিকশা বন্ধের দাবি

বরিশাল নগরীতে অবৈধ মোটরচালিত রিকশা বন্ধ করাসহ ৭ দফা দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন বরিশাল মহানগর রিকশা, ভ্যান ও ঠেলাগাড়ি শ্রমিক ইউনিয়ন নেতারা।
রবিবার দুপুরে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে এই কর্মসূচি পালন করে তারা।
For Advertisement
750px X 80pxCall : +8801911140321
সংগঠনের সভাপতি আবুল কাসেম ভাষাণীর সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, বরিশাল মহানগর রিকশা, ভ্যান ও ঠেলাগাড়ি শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক আখতার রহমান, সাবেক কাউন্সিলর নাসির উদ্দিন, নূর মোহাম্মদ হাওলাদার, মো. খোকন হাওলাদার, ওবায়দুল হক বাদল, কালু সরদার প্রমুখ।
এসময় দাবি মেনে না নেয়া হলে কঠোর আন্দোলনের মাধ্যমে প্রকৃত শ্রমিকদের দাবি আদায়ের হুশিঁয়ারী দেন বক্তারা।
For Advertisement
750px X 80px Call : +8801911140321কারেন্ট নিউজ বিডি'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মতামত: