For Advertisement
750px X 80px Call : +8801911140321পিরোজপুরে ৭৭৫ ইয়াবা উদ্ধার
কারেন্ট নিউজ বিডি ৬ মার্চ ২০১৮, ৩:১২:৪৫

পিরোজপুরের ভান্ডারিয়া একটি স্কুলের পরিত্যাক্ত ক্লাসরুম থেকে ৭৭৫ ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।
শনিবার দুপুরে উপজেলার ইকড়ি মাধ্যমিক বিদ্যালয়ের একটি টিনের পরিত্যাক্ত ঘর থেকে এ ইয়াবা উদ্ধার করা হয়।
For Advertisement
750px X 80pxCall : +8801911140321
ভান্ডারিয়া থানার উপ-পরিদর্শক শাহ আলী জানান, শনিবার দুপুর দেড়টার দিকে গোপন খবরে উপ-পরিদর্শক (এসআই) খন্দকার মো. কামরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল উপজেলার ইকড়ি মাধ্যমিক বিদ্যালয়ে অভিযান চালায়। এসময় বিদ্যালয়ের একটি টিনের পরিত্যাক্ত ঘর থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।
For Advertisement
750px X 80px Call : +8801911140321কারেন্ট নিউজ বিডি'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
© কারেন্ট নিউজ বিডি 2018 - Developed by RL IT BD
পাঠকের মতামত: