For Advertisement

750px X 80px Call : +8801911140321

‘ইসরাইলকে নিয়ে ইরানবিরোধী বৈঠক মুসলমানের জন্য লজ্জা’

কারেন্ট নিউজ বিডি   ২৯ সেপ্টেম্বর ২০১৮, ৫:০৭:৫১

ঢাকা, ২৯ সেপ্টেম্বর, কারেন্ট নিউজ বিডি : ইহুদিবাদী ইসরাইলকে নিয়ে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত ইরানবিরোধী যে বৈঠক করেছে তা সব মুসলমানের জন্য লজ্জা বলে মন্তব্য করেছেন ইয়েমেনের জনপ্রিয় সংগঠন হুথি আনসারুল্লাহর মুখপাত্র মুহাম্মাদ আব্দুস সালাম।

ইরানের বিরুদ্ধে দখলদার ইসরাইল, সৌদি আরব ও আমিরাতের বৈঠকের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে এক টুইটে তিনি এ কথা বলেন।

For Advertisement

750px X 80px
Call : +8801911140321

তিনি বলেন, নিউ ইয়র্কে অনুষ্ঠিত ওই বৈঠক প্রমাণ করে ফিলিস্তিন ইস্যুকে মানুষের মন থেকে মুছে ফেলতে মুসলমানদের শত্রু ইসরাইলের সঙ্গে সহযোগিতা করছে ওই দুই মুসলিম দেশ। এই বৈঠক তাদের মধ্যে সমন্বয় ও সহযোগিতার বিষয়টি স্পষ্ট করেছে।

আব্দুস সালাম বলেন, সৌদি ও আমিরাতি পদক্ষেপে মধ্যপ্রাচ্যের মানুষ খুশি হতে পারে না। মুসলিম উম্মাহকে রক্ষায় ইয়েমেন ফ্রন্ট লাইনে রয়েছে এবং সব সময় ফিলিস্তিনিদের পাশে থাকবে।

For Advertisement

750px X 80px Call : +8801911140321

কারেন্ট নিউজ বিডি'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। 

পাঠকের মতামত: