For Advertisement
750px X 80px Call : +8801911140321পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

ঢাকা, ২৯ সেপ্টেম্বর, কারেন্ট নিউজ বিডি : দিনাজপুরের খানসামায় পুকুরের পানিতে ডুবে মোতাহারা খাতুন (৭) ও শামীমা আক্তার (৬) নামে দুই কন্যা শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার ছাতিয়ানগড় গ্রামের ঝাপুপাড়ায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
For Advertisement
750px X 80pxCall : +8801911140321
নিহত শিশু মোতাহারা খাতুন ছাতিয়ানগড় ঝাপুপাড়ায় মুজাম উদ্দীনের কন্যা শামীমা আক্তার একই গ্রামের শাহনুর রহমানের কন্যা ।
দিনাজপুর খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সাধন কুমার রায় দুই শিশুর মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন।
খানসামা থানার ওসি আব্দুল মতিন সরকার দুই শিশু পানিতে ডুবে নিহতের সংবাদ নিশ্চিত করে বলেন পুলিশ ঘটনাস্থলে গিয়ে তথ্য সংগ্রহ করেছে । এ ব্যাপারে থানায় পৃথক দুটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
For Advertisement
750px X 80px Call : +8801911140321কারেন্ট নিউজ বিডি'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মতামত: