For Advertisement
750px X 80px Call : +8801911140321‘আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টি করলে তার পরিণতি ভয়াবহ হবে’

ঢাকা, ৩০ সেপ্টেম্বর, কারেন্ট নিউজ বিডি : বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচি করলে কোনো বাধা আসবে না বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। তবে, আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টি করলে তার পরিণতি ভয়াবহ হবে বলেও হুঁশিয়ার করেন তিনি।
শনিবার (২৯ সেপ্টেম্বর) সকালে কেরানীগঞ্জের শাক্তা ইউনিয়নের খোলামোড়া বাজারে নিজ নির্বাচনী এলাকায় গণসংযোগে অংশ নিয়ে একথা বলেন মন্ত্রী।
For Advertisement
750px X 80pxCall : +8801911140321
তিনি নানা শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল ও মতবিনিময় করেন। সেই সঙ্গে সরকারের নানা উন্নয়ন কর্মকাণ্ড স্থানীয়দের সামনে তুলে ধরেন খাদ্যমন্ত্রী।
পরে এক পথসভায় বক্তব্য রাখেন তিনি। বলেন, জাতীয় নির্বাচন বানচালের ক্ষমতা কারো নেই, সরকারের উন্নয়ন অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না। অস্তিত্ব রক্ষার জন্যই বিএনপি আগামী নির্বাচনে অংশ নেবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
For Advertisement
750px X 80px Call : +8801911140321কারেন্ট নিউজ বিডি'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মতামত: