For Advertisement
750px X 80px Call : +8801911140321‘সানি লিওনকে শ্লীলতাহানি’

ঢাকা, ৩০ সেপ্টেম্বর, কারেন্ট নিউজ বিডি : বলিউড ও ‘নীল’ ছবির তারকা সানি লিওন শ্লীলতাহানির শিকার হয়েছিলেন! এবার ‘#মিটু’ প্রচারণার সঙ্গে যুক্ত হলেন ভারতের বিতর্কিত এই নায়িকা।
সম্প্রতি বাজ ফিড নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জানালেন, ১৮ বছর বয়সে এমনই এক অভিজ্ঞতা হয়েছিল তাঁর। একটি মিউজিক ভিডিওর শুটিং করছিলেন। ওই গানে কাজ করেছিলেন একজন র্যাপার। তিনিও ছিলেন ওই শুটিংয়ে। তিনি সানির সঙ্গে আপত্তিকর আচরণ করেন। সানি লিওন তখন একবারেই নতুন। তার পরও শুটিং স্পটেই তিনি এর প্রতিবাদ করেছিলেন।
For Advertisement
750px X 80pxCall : +8801911140321
কিন্তু শুটিংয়ে যখনই আমার সঙ্গে এক র্যাপ গায়ক অসভ্যতা করল আমি প্রথমে ভয় পেয়েছিলাম। পরে আমি পরিচালক এবং প্রযোজককে জানিয়েছিলাম। ওদের বলেছিলাম, হয় ও কাজ করবে, না হলে আমি। আর আমাকে লিড হিসেবে কাস্ট করেছিল ওই মিউজিক ভিডিও’র জন্য। ফলে আমাকে বাদ দিতে পারবে না জানতাম…।
যে কোনও পরিস্থিতিতে নারীরা হেনস্তার শিকার হলে, তারা যেন ভয় পেয়ে চুপ করে না থাকেন- এই বার্তাই দিতে চেয়েছেন সানি লিওন।
For Advertisement
750px X 80px Call : +8801911140321কারেন্ট নিউজ বিডি'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মতামত: