For Advertisement
750px X 80px Call : +8801911140321পুত্র সন্তানের বাবা হলেন ইমরুল

এশিয়া কাপ শেষে দেশে ফিরেই সুসংবাদ পেলেন ইমরুল কায়েস। জাতীয় দলের এ ওপেনার পুত্র সন্তানের বাবা হয়েছেন।
রবিবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর একটি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন ইমরুলের স্ত্রী রুবাইয়া ইসলাম। স্ত্রী ও সন্তানের সঙ্গে ছবি তুলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন ইমরুল কায়েস।
For Advertisement
750px X 80pxCall : +8801911140321
সন্তান সম্ভবা স্ত্রীকে দেশে রেখেই হঠাৎ এশিয়া কাপ খেলতে দুবাই যান ইমরুল কায়েস। এ দলের হয়ে খুলনায় প্রাকটিসে ছিলেন তিনি। কিন্তু এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে শ্রীলংকার বিপক্ষে ইনজুরিতে আক্রান্ত হন তামিম ইকবাল। এরপর ওপেনিংয়ে সুবিধা করতে পারছিলেন না লিটন দাস ও নাজমুল হোসেন শান্ত। ওপেনিংয়ের সমস্যার জন্যই এশিয়া কাপের মাঝপথে ইমরুল কায়েস ও সৌম্য সরকারকে দুবাই নেয় টিমম্যানেজমেন্ট।
আফগানিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে আবুধাবির মাঠে ছয় নম্বরে ব্যাটিংয়ে নেমে ৭২ রানের দুর্দান্ত ইনিংস খেলেন ইমরুল। এর আগে শনিবার রাতে পুত্র সন্তানের বাবা হন জাতীয় দলের পেস বোলার তাসকিন আহমেদ। ফেসবুকে তিনিও স্ত্রী ও সন্তানের সঙ্গে ছবি দিয়ে এ সুখবর জানান।
For Advertisement
750px X 80px Call : +8801911140321কারেন্ট নিউজ বিডি'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মতামত: