For Advertisement
750px X 80px Call : +8801911140321মানুষ এই সরকারের ওপর অতিষ্ঠ: নজরুল

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ২০ দলীয় জোটের সমন্বয়ক নজরুল ইসলাম খান বলেছেন, এ দেশের মানুষ এই সরকারের ওপর অতিষ্ঠ। বিশ্বের কোনও দেশই এই অবৈধ সরকারকে নৈতিক সমর্থন দেয়নি।
রোববার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি আয়োজিত জনসভায় বক্তৃতাকালে তিনি এ সব কথা বলেন।
For Advertisement
750px X 80pxCall : +8801911140321
নজরুল ইসলাম খান বলেন, সব ষড়যন্ত্রের জাল ছিন্ন করে খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্ত ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দেশে আনতে হলে রাজপথ দখল করতে হবে।
এসময় তিনি দলের নেতাকর্মীদের রাজপথ দখল করতে শপথ নেওয়ার আহবান জানান।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং ‘নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার’ গঠনসহ বিভিন্ন দাবিতে এ জনসভার আয়োজন করা হয়েছে। এতে সভাপতিত্ব করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম অালমগীর। এতে প্রধান অতিথি হিসেবে রয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
For Advertisement
750px X 80px Call : +8801911140321কারেন্ট নিউজ বিডি'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মতামত: