For Advertisement
750px X 80px Call : +8801911140321ন্যাশনাল ফ্যান কারখানায় বিস্ফোরণ, নিহত ২

গাজীপুরের টঙ্গীতে ন্যাশনাল ফ্যান কারখানায় হিট মেশিন বিস্ফোরণে দুইজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন অন্তত ২৫ জন। মঙ্গলবার (২ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সাইফুল ইসলাম (১৮) ও শামসুল হক (২০)। তারা টঙ্গীর মরকুন এলাকায় ভাড়া থেকে ওই কারখানায় কাজ করতেন বলে জানা গেছে। আহতদের পরিচয় এখনও জানা যায়নি।
For Advertisement
750px X 80pxCall : +8801911140321
ওই কারখানার কর্মচারী রহীম জানান, সকালে যথাসময়ে কারখানায় এসে কাজ শুরু করেন তারা। বেলা সাড়ে ১১টার দিকে হঠাৎ কারখানার বয়লার বিস্ফোরিত হয়। এখন পর্যন্ত দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় ১৫-২০ জনের মতো শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার হাসপাতালে নেয়া হয়েছে।
টঙ্গী ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন ।
তিনি বলেন, ঘটনার খবর পেয়ে পৌনে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
টঙ্গী সরকারি হাসাপাতালের চিকিৎসক মাসুদ রানা জানান, ফ্যান কারখানায় বিস্ফোরণের ঘটনায় অনেকে হাসপাতালে ভর্তি হয়েছে। তার মধ্যে দুইজন মারা গেছে। এছাড়া আশঙ্কাজনক অবস্থায় আটজনকে ঢাকা পাঠানো হয়েছে।
For Advertisement
750px X 80px Call : +8801911140321কারেন্ট নিউজ বিডি'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মতামত: