For Advertisement
750px X 80px Call : +8801911140321উত্তাল জনতার তনুশ্রীর গাড়ি ভাঙচুর!

বলিউডের সম্প্রতি আলোচিত অভিনেত্রী তনুশ্রী দত্ত গাড়ির মধ্যেই ঠাণ্ডা মাথায় বসে আছেন। আর এদিকে, বাইরে উত্তাল জনতা ভেতরে বসে থাকা তনুশ্রীর গাড়ির ওপরে তাদের রাগ ঝাড়ছেন। তারা পাগলের মত তনুশ্রীর গাড়ি ভাঙচুর করছেন। সঙ্গে অশ্রাব্য ভাষায় চিৎকার। আতঙ্কিত নায়িকার মুখ।
এমনই একটি ভিডিও সদ্য ভাইরাল হলেও ভিডিওটি ২০০৮-এর। ঠিক ওই সময়ও তিনি নানা পাটেকারের অসভ্য আচরণের বিরুদ্ধে মুখ খুলেছিলেন। তারপরই নানা একটি বিশেষ রাজনৈতিক দলের মদতপুষ্ট গুণ্ডাদের তার ওপর হামলা করতে পাঠিয়েছিলেন বলে অভিযোগ করেছিলেন তনুশ্রী। কিছুক্ষণ পর পুলিশ এসে তাকে উদ্ধার করেছিলেন বলে জানান তিনি।
For Advertisement
750px X 80pxCall : +8801911140321
সে সময় বিভিন্ন সাক্ষাৎকারে তনুশ্রী জানিয়েছিলেন, একটি গানের দৃশ্যে তার সঙ্গে নানা পাটেকার অসভ্য আচরণ করেছিলেন। তখনই সেট ছেড়ে বেরিয়ে এসেছিলেন নায়িকা। তিনি সাংবাদিকদের বলেন, ‘আমাকে ভয় দেখানো হয়েছিল। আমার গাড়ি আটক করা হয়। একটি বিশেষ রাজনৈতিক দলের মদতপুষ্ট গুন্ডাদের নানা পাঠিয়েছিলেন। এই ধরনের হেনস্থা বছরের পর বছর চলতে থাকে।’
For Advertisement
750px X 80px Call : +8801911140321কারেন্ট নিউজ বিডি'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মতামত: