For Advertisement
750px X 80px Call : +8801911140321রাখি সাওয়ান্তকে প্রাণনাশের হুমকি

রাখি সাওয়ান্ত মানেই বিতর্ক ৷ তা তিনি মুখ খুললেও, না খুললেও ৷ তবে এবার শুধু বিতর্ক নয় রাখি সাওয়ান্তকে শুনতে হচ্ছে অশ্রাব্য গালিগালাজ, সঙ্গে মেরে ফেলার হুমকি। মঙ্গলবার সকাল থেকেই ফোনে তিনি এমন নানাধরনের হুমকি পাচ্ছেন বলে জানানো হয়েছে কলকাতার একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে।
বিষয়টি নিয়ে তোলপাড় চলছে বলিউডপাড়ায়। কিন্তু হঠাৎ কী এমন করলেন রাখি? যার জন্য এতো হুমকির মুখে তিনি। তবে প্রকাশিত এই প্রতিবেদনে বলা হয়, কিছুদিন ধরেই বলিউডে বিনোদন দুনিয়ায় আলোচিত বিষয় তনুশ্রী দত্ত ও নানাপাটেকের বিতর্ক। আর এই বিতর্কের মধ্যেই তনুশ্রীর সমালোচনা করে বসলেন রাখি। আর সেই কারণেই এমন হুমকি পাচ্ছেন তিনি।
For Advertisement
750px X 80pxCall : +8801911140321
তবে অনেকেই তনুশ্রীর ওই বক্তব্যকে পাবলিসিটি স্টান্টও মনে করছেন। তবে প্রিয়াঙ্কা চোপড়া থেকে শুরু করে বলিউডের অনেকেই এই বিতর্কে সঙ্গ দিয়েছেন তনুশ্রীর।
প্রসঙ্গত, সম্প্রতি তনুশ্রী দত্ত বলেন, কর্মক্ষেত্রে তার সহপাঠীর দ্বারা যৌন হেনেস্তার শিকার হওয়ার কথা। আর এই অভিযোগটি নিয়ে আসেন অভিনেতা নানাপাটেকের বিরুদ্ধে। এরপর থেকেই বলিউড পাড়ায় বেশ আলোচনা হচ্ছে বিষয়টি নিয়ে।
For Advertisement
750px X 80px Call : +8801911140321কারেন্ট নিউজ বিডি'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মতামত: