For Advertisement
750px X 80px Call : +8801911140321হোটেলে আপত্তিকর অবস্থায় ৩৩ নারী-পুরুষ আটক

গাজীপুর মহানগরের বোর্ড বাজারের হোটেল পর্যটন ও সাইনবোর্ড এলাকার হোটেল রাজধানী থেকে খদ্দেরসহ অনৈতিক কাজে লিপ্ত থাকা অবস্থায় ৩৩ জন নারী-পুরুষকে আটক করেছে পুলিশ।
বুধবার (৩ অক্টোবর) রাতে ওই হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এদের মধ্যে ১০ জন নারী ২৩ জন পুরুষ।
For Advertisement
750px X 80pxCall : +8801911140321
গাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, নগরীর বোর্ড বাজারের হোটেল পর্যটন ও সাইনবোর্ড এলাকার হোটেল রাজধানী থেকে অনৈতিক কার্যকলাপ চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।
এ সময় সেখান থেকে অনৈতিক কাজে লিপ্ত থাকা অবস্থায় ১০ জন নারী ও ২৩ জন পুরুষকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।
For Advertisement
750px X 80px Call : +8801911140321কারেন্ট নিউজ বিডি'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মতামত: