For Advertisement

750px X 80px Call : +8801911140321

দেশের বাজারে এলো নকিয়া ৬.১ প্লাস

কারেন্ট নিউজ বিডি   ৫ অক্টোবর ২০১৮, ৫:৩০:৫০

বাংলাদেশের বাজারে নকিয়া নিয়ে এলো নতুন অ্যান্ড্রয়েড ওএস চালিত স্মার্টফোন ৬.১ প্লাস।

সোমবার (২ আক্টোবর) নকিয়া এ ফোনটি আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফিনল্যান্ডের এইচএমডি গ্লোবাল।

For Advertisement

750px X 80px
Call : +8801911140321

হ্যান্ডসেটটি উদ্বোধনের সময় ছিলেন এইচএমডি গ্লোবাল বাংলাদেশের হেড অব বিজনেস ফারহান রশিদ ও গেজেট অ্যান্ড গিয়ারের ম্যানেজিং ডিরেক্টর নূরে আলম শিমু।

এইচএমডি গ্লোবালের প্যান এশিয়ার জেনারেল ম্যানেজার সন্দীপ গুপ্ত বলেছেন, অ্যান্ড্রয়েড ওয়ান পরিবারে সর্বাধুনিক চিপসেট নিয়ে এ ফোনের পারফরমেন্স হবে প্রিমিয়াম স্মার্টফোনের মতো।

নকিয়া ৬.১ প্লাসে থাকবে ৫.৮ ইঞ্চি ফুল এইচডি+ ডিসপ্লে, যার অ্যাস্পেক্ট রেশিও হবে ১৯ : ৯।

এতে ব্যবহৃত হয়েছ কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬৩৬ প্রসেসর। পেছনে রয়েছে ১৬ ও ৫ মেগাপিক্সেলের ক্যামেরা। সামনে থাকবে ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা।

ফোনটি ব্ল্যাক, হোয়াইট ও মিড নাইট ব্লু রঙে পাওয়া যাবে। এর দাম নির্ধারণ করা হয়েছে ২৭ হাজার ৯৯০ টাকা।

For Advertisement

750px X 80px Call : +8801911140321

কারেন্ট নিউজ বিডি'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। 

পাঠকের মতামত: