For Advertisement
750px X 80px Call : +8801911140321কালীগঞ্জে বাংলা মদসহ নারী মাদক কারবারী আটক

ঝিনাইদহের কালীগঞ্জে সাড়ে ৬ লিটার বাংলা মদসহ শাহিদা খাতুন (৪৫) নামের এক নারী মাদক কারবারীকে আটক করেছে হাইওয়ে পুলিশ।
শুক্রবার (৫ অক্টোবর) সন্ধ্যায় শহরের রেলগেটের কাছে বাফার সার গোডাউনের সামনে চেকপোস্ট বসিয়ে শাপলা পরিবহনের একটি বাস থেকে মদসহ তাকে আটক করা হয়। শাহিদা খাতুন শহরের আড়পাড়া গ্রামের নাছির উদ্দীনের স্ত্রী।
For Advertisement
750px X 80pxCall : +8801911140321
বারবাজার হাইওয়ে থানার ওসি নজরুল ইসলাম জানান, জীবননগর থেকে যশোর অভিমুখী শাপলা পরিবহনের (যশোর জ ১১-০০২২) একটি বাসে মাদক পাচারের গোপন সংবাদ পেয়ে তারা উপরোক্ত স্থানে চেকপোস্ট বসান। সে সময় বাসটির মধ্যে তল্লাসী চালিয়ে সাড়ে ৬ লিটার বাংলা মদসহ শাহিদা খাতুনকে আটক করা হয়।
তিনি আরো জানান, এ ব্যাপারে মাদকদ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছে।
For Advertisement
750px X 80px Call : +8801911140321কারেন্ট নিউজ বিডি'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মতামত: