For Advertisement

750px X 80px Call : +8801911140321

নিজ দেশ চীন থেকেই নিখোঁজ ইন্টারপোল প্রধান

কারেন্ট নিউজ বিডি   ৬ অক্টোবর ২০১৮, ৪:১০:২৮

নিজ দেশ চীনে যাওয়ার পর থেকেই কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না ইন্টারপোল প্রধান মেং হংওয়েই এর। প্রায় এক সপ্তাহ যাবত নিখোঁজ রয়েছেন তিনি ।

বিষয়টি নিয়ে এরই মধ্যে তদন্ত শুরু করেছে ফরাসি পুলিশ। সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্ট সংবাদটির সত্যতা সম্পর্কে নিশ্চিত করেছে।একাধিক ফরাসি গণ্যমাধ্যমের বরাত দিয়ে ইন্ডিপেনডেন্ট শুক্রবার (৫ অক্টোবর) খবর প্রকাশ করে জানিয়েছে, প্রায় সপ্তাহখানেক আগে ইন্টারপোল প্রধান মেং হংওয়েই নিজ দেশ চীনে যান। এর পর থেকেই তার আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।

For Advertisement

750px X 80px
Call : +8801911140321

জানা গেছে, ৬৪ বছর বয়সী ইন্টারপোল প্রধানের নিখোঁজের বিষয়টি সম্পর্কে সর্বপ্রথম আইনশৃঙ্খলা রক্ষাকারীদের জানান তার স্ত্রী। ফ্রান্সের লিয়ন শহরে বসবাস করেন এই দম্পতি।

এদিকে বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা গেছে, ইন্টারপোলের মুখপাত্র এই বিষয়ে এখনও কোনো মন্তব্য জানাতে রাজি হননি।

উল্লেখ্য, ইন্টারপোল ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ইন্টারপোল প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের আগে ‘ভাইস মিনিস্টার অব পাবলিক সিকিউরিটি ইন চায়না’-এর দায়িত্বে ছিলেন মেং হংওয়েই।

For Advertisement

750px X 80px Call : +8801911140321

কারেন্ট নিউজ বিডি'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। 

পাঠকের মতামত: