For Advertisement
750px X 80px Call : +8801911140321সংসদ সদস্যদের নিয়েই নির্বাচনকালীন সরকার: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, চলতি মাসের শেষের দিকেই নির্বাচনকালীন সরকার গঠিত হতে পারে। তবে নির্বাচনকালীন সরকারে সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলোর বাইরে কেউ থাকবে না বলে জানিয়েছেন তিনি। সংসদ সদস্যদের নিয়েই নির্বাচনকালীন সরকার গঠিত হবে।
শুক্রবার (০৫ অক্টোবর) সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনালের উদ্যোগে অক্টোবর সেবা পক্ষ ২০১৮ উপলক্ষে বর্ণাঢ্য র্যালির উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
For Advertisement
750px X 80pxCall : +8801911140321
তফসিল ঘোষণার আগেই আওয়ামী লীগের নির্বাচনী জনসংযোগ বিষয়ে এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, বিএনপিকে তো আমরা মানা করিনি। তারা নিজেদের ঘরের ঝামেলা নিয়ে এতো ব্যস্ত রেয়েছে যে, গণসংযোগ চালাতে পারছে না।
এদিন নানান রঙের পোষাক, ঢাক-ঢোল-বাজনা, ঘোড়ার গাড়ি, ট্রাক, বাইসাইকেল নিয়ে মানিক মিয়া অ্যাভিনিউ থেকে আগারগাঁও এর লায়ন্স ভবন পর্যন্ত বর্ণাঢ্য র্যালিটি করে লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল। র্যালিতে অংশগ্রহণকারীরা মানিক মিয়া অ্যাভিনিউর সামনের রাস্তায় ব্যাডমিন্টনও খেলেন।
For Advertisement
750px X 80px Call : +8801911140321কারেন্ট নিউজ বিডি'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মতামত: