For Advertisement
750px X 80px Call : +8801911140321অসামাজিক কার্যকলাপের অভিযোগে গ্রামীণ ব্যাংকের মাঠ কর্মী আটক

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে গ্রামীণ ব্যাংকের এক মাঠ কর্মীকে আটক করেছে স্থানীয় জনতা।
শুক্রবার (৬অক্টোবর) দিবাগত রাত নয়টায় ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের কামাতআঙ্গারীয় গ্রামের মুন্সিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
For Advertisement
750px X 80pxCall : +8801911140321
জানা যায়, উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের গ্রামীণ ব্যাংক শাখার মাঠ কর্মী একরামুল হকের সঙ্গে কামাতআঙ্গারীয়া গ্রামের হাসান মিয়ার স্ত্রীকে অধিক ঋণ সুবিধা দেয়ার প্রলোভন দেখিয়ে তার সঙ্গে দীর্ঘ প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
উল্লেখ্য, প্রেমিকা ও গ্রামীণ ব্যাংকের সদস্যার স্বামী হাছান আলী ঢাকায় রিকসা চালানোর কাজ করে। এই সুযোগে একরামুল হক প্রায়ই তার বাড়িতে গিয়ে অসামাজিক কার্যে লিপ্ত হত। ঘটনার দিন গত শুক্রবার দিবাগত রাতে একরামুল হক, হাসান মিয়ার স্ত্রীর ঘরে প্রবেশ করলে পূর্ব থেকে ওৎপেতে থাকা এলাকাবাসি বাইরে থেকে দরজার ছিটকানি দিয়ে তাদের আটকিয়ে রাখে।
পরে ওই ওয়ার্ডের ইউপি মেম্বার আব্দুল লতিফকে খবর দিলে তিনি গ্রাম পুলিশ দিয়ে তাদের আটকিয়ে রাখেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত ইউনিয়ন পরিষদে তারা আটক রয়েছে।
For Advertisement
750px X 80px Call : +8801911140321কারেন্ট নিউজ বিডি'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মতামত: