For Advertisement
750px X 80px Call : +8801911140321‘সেদিন যারা ডুগডুগি বাজাতে চেয়েছিলেন, তারাই আজ বঙ্গবন্ধুর নামে মুখে ফেনা তুলেন’

কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, বঙ্গবন্ধু যখন জীবিত ছিলেন তখন তাকে ছাড়া আর কারও নাম শোনা যায়নি। কিন্তু বঙ্গবন্ধুকে হত্যার পর কেউ কথা বলেননি। আমি অন্যায়ের প্রতিবাদ করতেই সেদিন অস্ত্র হাতে যুদ্ধ করেছিলাম।
শনিবার (৬ সেপ্টেম্বর) নালিতাবাড়ী শহরের স্থানীয় প্রেসক্লাব চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশে এ কথা বলেন তিনি।
For Advertisement
750px X 80pxCall : +8801911140321
তিনি আক্ষেপ করে বলেন, ‘কষ্ট লাগে, যারা সেদিন বঙ্গবন্ধুর চামড়া দিয়ে ডুগডুগি বাজাতে চেয়েছিলেন তারা আজ বঙ্গবন্ধুর নামে মুখে ফেনা তুলেন। আমার কথায় অনেকের গা জ্বালা করবে। এতে কিছু আসে যায় না। আমি আল্লাহ ছাড়া কারও গোলামি করি না।’
তিনি আরো বলেন, ‘বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ করায় আমরা জিয়া, এরশাদসহ সব সরকারের আমলেই নির্যাতিত হয়েছি। আমরা স্বীকৃতি চাই। বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদকারী সহযোদ্ধাদের আর্থিক সচ্ছলতা চাই, বাড়ি চাই।’
কাদের সিদ্দিকী আগামী ২৮ অক্টোবর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদকারী প্রতিরোধ যোদ্ধাদের সমাবেশে যোগদানের আমন্ত্রণ জানান।
For Advertisement
750px X 80px Call : +8801911140321কারেন্ট নিউজ বিডি'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মতামত: