For Advertisement
750px X 80px Call : +8801911140321‘সব কেন্দ্রে ইভিএম পদ্ধতি ব্যবহার হবে না’

আগামী জাতীয় সংসদ নির্বাচনে সব কেন্দ্রে ইভিএম ব্যবহার করা হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। শনিবার (০৬ অক্টোবর) বিকেলে সুনামগঞ্জের জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে উন্নয়ন মেলায় ‘ইভিএম স্টল’ পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।
নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেন, ‘আদেশ ১৯৭২ এখানে কিছু সংশোধনী দরকার, যদি আমরা ইভিএম ব্যবহার করি। অই অংশটুকু সংশোধনীর জন্য সরকারের কাছে পাঠানো হয়েছে। ওটা সংসদে পাস হলে আইনি ভিত্তি স্থাপিত হবে। সব কেন্দ্রে ইভিএম পদ্ধতি ব্যবহার হবে না, তবে এটা আমরা শুরু করতে চাই সীমিত আকারে। যেখানে নির্ভুল আকারে হবে সেখানেই দেব।’
For Advertisement
750px X 80pxCall : +8801911140321
তিনি আরো বলেন, ‘ক্রুটি দেখতে হবে, জানি না তো। ক্রুটি দেখা দিলে সে মোতাবেক সমাধান নেয়া হবে। যেকোনো সমস্যা সমাধান করা যায়। নির্বাচন কমিশনের হাতে আচরণ বিধি প্রয়োগের ক্ষমতা থাকে। তো তফসিল তো শুরু হয়নি এখনও, তফসিল শুরু হলে আমাদের কাছে সবকিছু চলে আসবে।’
For Advertisement
750px X 80px Call : +8801911140321কারেন্ট নিউজ বিডি'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মতামত: