For Advertisement
750px X 80px Call : +8801911140321নারায়ণগঞ্জে ১০ হাজার ইয়াবাসহ যুবতী আটক

নারায়ণগঞ্জের ফতুল্লায় শারমিন আক্তার পাখি (২০) নামে এক যুবতীকে ১০ হাজার পিস ইয়াবাসহ আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার (৬ অক্টেবর) গভীর রাতে উপজেলার মাসদাইর পুলিশ লাইন্স এলাকা থেকে তাকে আটক করা হয়।
রোববার (৭ অক্টোবর) দুপুরে জেলা গোয়েন্দা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।
For Advertisement
750px X 80pxCall : +8801911140321
আটক শারমিন আক্তার পাখি ফতুল্লার মুসলিম নগর এতিমখানা এলাকার মোক্তার হোসেনের মেয়ে।
জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মাসুদুর রহমান জানান, মাদকের একটি বড় চালান আসছে এ সংবাদের ভিত্তিতে মাসদাইর পুলিশ লাইন্স এলাকায় অভিযান চালিয়ে পাখিকে আটক করা হয়। এসময় তার সঙ্গে থাকা ভ্যানিটি ব্যাগ থেকে ওই ইয়াবা উদ্ধার করা হয়। তিনি জানান, মাদক ব্যবসায়ী পাখির বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
For Advertisement
750px X 80px Call : +8801911140321কারেন্ট নিউজ বিডি'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মতামত: