For Advertisement

750px X 80px Call : +8801911140321

ইন্টারনেট ব্যবহারে এশিয়ার সেরা পাঁচে বাংলাদেশ

কারেন্ট নিউজ বিডি   ৮ অক্টোবর ২০১৮, ৩:২৪:৫৫

উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে ইন্টারনেট ব্যবহারে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। যার প্রভাব পড়েছে এর সূচকে।  ‘ইন্টারনেট ওয়ার্ল্ড স্ট্যাটস’ এর সমীক্ষা প্রতিবেদন বলছে, ইন্টারনেট ব্যবহারের এশিয়ার শীর্ষ পঞ্চম দেশ হিসেবে জায়গা করে নিয়েছে বাংলাদেশ।

‘ইন্টারনেট ওয়ার্ল্ড স্ট্যাটস’র তথ্য মতে, ২০১৭ সালের ডিসেম্বরের হিসাব  পর্যন্ত বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৮ কোটি ছাড়িয়ে গেছে। অথচ ২০০০ সালে এ সংখ্যা ছিল এক লাখের মতো।

For Advertisement

750px X 80px
Call : +8801911140321

এশিয়ার শীর্ষ ইন্টারনেট ব্যবহারীদের মধ্যে রয়েছে চীন।  তাদের ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা এখন ৭৭ কোটি ২০ লাখের বেশি। তাদের পরেই রয়েছে ভারত (৪৬ কোটি ২০ লাখ), ইন্দোনেশিয়া (১৪ কোটি ৩০ লাখ) ও জাপান (১১ কোটি ৮০ লাখ)।

সমীক্ষা প্রতিবেদনে আরও বলা হয়, বিশ্ব ডিজিটাল যুগে প্রবেশ করেছে। এই সময়ে বিশ্বজুড়ে ইন্টারনেট ব্যবহার বিস্তৃতভাবেই বাড়ছে। বিশেষ করে গত ১০ বছর এশিয়ায় ইন্টারনেট ব্যবহারে বিস্ময়কর অগ্রগতি দেখা গেছে।

‘ইন্টারনেট ওয়ার্ল্ড স্ট্যাটস’ এর তথ্য মতে, ১৪১ কোটি জনগোষ্ঠীর চীনে ইন্টারনেট পৌঁছে গেছে প্রায় ৫৫ দশমিক ৮ শতাংশ নাগরিকের কাছে। বাংলাদেশসহ অন্য দেশগুলোও দ্রুতই ইন্টারনেট পৌঁছে দিচ্ছে নাগরিকদের কাছে।

১ লাখ ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ১৭ বছরের ব্যবধানে ৮ কোটিতে উন্নীত হওয়ার তথ্যই তুলে ধরে বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারে অগ্রগতির চিত্র।

For Advertisement

750px X 80px Call : +8801911140321

কারেন্ট নিউজ বিডি'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। 

পাঠকের মতামত: