For Advertisement
750px X 80px Call : +8801911140321ড. কামাল-বিএনপি-জামায়াত জোটের নামে ঘোট পাকাচ্ছে: ইনু

ফাইল ছবি
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, জাসদ সভাপতি বলেন, ‘কামাল হোসেন, বিএনপি ও জামায়াত জোট বাঁধার নামে একটি ঘোট পাকাচ্ছে এবং অবাস্তব নির্দলীয় সরকারের প্রস্তাব দিচ্ছে। আমাদের কাছে মনে হচ্ছে চক্রান্তের কালো মেঘ আকাশে দেখা যাচ্ছে।’
রোববার (৭অক্টোবর) কুষ্টিয়ার ভেড়ামারায় এক অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
For Advertisement
750px X 80pxCall : +8801911140321
হাসানুল হক ইনু বলেন, ‘বিএনপি-জামায়াতের সঙ্গে তথাকথিত ঐক্যের মাধ্যমে কামাল হোসেনরা গণতন্ত্র ও নির্বাচনকে জিম্মি করতে চাচ্ছেন। সাজাপ্রাপ্ত খালেদা জিয়াসহ সব অপরাধীর মুক্তির জন্য ড. কামাল হোসেন-বি চৌধুরীরা দরকষাকষি করছেন। কোনো অবস্থাতেই আমরা সাজাপ্রাপ্ত অপরাধীদের মুক্তির দরকষাকষির শালিসেও বসবো না, আলোচনাতেও বসবো না।’
উপজেলার গোলাপনগর স্কুল মাঠে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন তথ্যমন্ত্রী। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলিম স্বপন, সাংগঠনিক সম্পাদক অসিত সিংহ রায়সহ জাসদ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।
For Advertisement
750px X 80px Call : +8801911140321কারেন্ট নিউজ বিডি'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মতামত: