For Advertisement
750px X 80px Call : +8801911140321কুয়ালালামপুরে উদযাপিত হল আরাবীর ৩য় জন্মবার্ষিকী

পুরো নাম মারিয়াম রহমান আরাবী, টেলিভিশন নাট্য নির্মাতা এবং বিজ্ঞাপনী সংস্হা ড্রীম আই ও চলচ্চিত্র নির্মাতা প্রতিষ্ঠান আরাবী ফিল্মস ইন্টারন্যাশনাল এর কর্নধার আদিত্য রহমানের একমাত্র মেয়ে।মালায়শিয়ার রাজধানী কুয়ালালামপুরের এইট ভারটাস মন্টেসসরী স্কুলের প্রি নার্সারীতে অধ্যায়নরত। সেখানেই উদযাপিত হল আরাবীর ৩য় জন্মদিন। স্কুলের সহপাঠী, শিক্ষিকাদের শুভেচ্ছা, উপহার, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ ভিন্নরকম আয়োজনের মধ্য দিয়ে পালিত হয় এই দিনটি।
স্কুলের প্রিন্সিপাল এলেজা শাফী শুভেচ্ছা বার্তায় বলেন তোমাকে পেয়ে সত্যিই আমরা গর্বিত, জীবনের প্রতিটি অধ্যায় তুমি মোকাবেলা করে সামনে এগিয়ে যাবে নিত্য নতুন কিছু পাবার প্রত্যাশায়।
For Advertisement
750px X 80pxCall : +8801911140321
উল্লেখ্য ড্রীম আইয়ের ব্যানারে ধারাবাহিক নাটক উথাল তরঙ্গ, ৪৫ ডিগ্রী, বহমান সহ বেশ কিছু একক নাটক চলমান, এর বাইরে আরাবী ফিল্মস এর মুক্তির অপেক্ষায় চলচ্চিত্র পাগলের মত ভালবাসি এবং শীঘ্রই আসবে নতুন চলচ্চিত্রের ঘোষনা।
For Advertisement
750px X 80px Call : +8801911140321কারেন্ট নিউজ বিডি'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মতামত: