For Advertisement
750px X 80px Call : +8801911140321ছিনতাইকারীর অস্ত্রের আঘাতে তরুণী আহত

জেলা নগরীর ঝেরঝেরিপাড়া-ঝর্নারপাড় সংযোগ সড়কে ছিনতাইয়ের শিকার হয়েছেন এক তরুণী। রোববার (৭ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় এই ঘটনা ঘটে। ছিনতাইকারীর দা’র কোপে ওই তরুণীর বাম হাতের আঙ্গুলের রগ কেটে গেছে।
ছিনতাইয়ের শিকার রেহানা আক্তার (২৩) নগরীর মিরাবাজার আগপাড়ার বাসিন্দা।
For Advertisement
750px X 80pxCall : +8801911140321
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, চলমান খানা শুমারির গণনার কাজে ব্যস্ত ছিলেন রেহানা আক্তার। তার সাথে আরো এক তরুণী ছিলেন। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে ঝেরঝেরিপাড়া-ঝর্নারপাড় সংযোগ সড়কে একটি মোটরসাইকেলযোগে আসা দুই ছিনতাইকারীর একজন রেহানার মোবাইল ধরে টানা দেয়।
এসময় রেহানা মোবাইল না ছাড়লে দা দিয়ে কোপ দেয় ওই ছিনতাইকারী। তখন নিজেকে রক্ষা করতে মোবাইল ছেড়ে হাত দিয়ে কোপ এড়ানোর চেষ্টা করেন রেহানা। এতে দা’র কোপে তার বাম হাতের আঙ্গুলের রগ কেটে যায়।
এ বিষয়ে স্থানীয় কাউন্সিলর এবিএম জিল্লুর রহমান উজ্জ্বল বলেন, ‘ছিনতাইয়ের শিকার ওই তরুণীকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার আঙ্গুলের রগ কেটে গেছে।’
For Advertisement
750px X 80px Call : +8801911140321কারেন্ট নিউজ বিডি'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মতামত: