For Advertisement

750px X 80px Call : +8801911140321

অর্থনীতিতে নোবেল পেলেন উইলিয়াম নর্ডহাউজ ও পল রোমার

কারেন্ট নিউজ বিডি   ৯ অক্টোবর ২০১৮, ২:৪৬:০৭

অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন উইলিয়াম নর্ডহাউজ ও পল রোমার। সোমবার নোবেল কর্তৃপক্ষ এ ঘোষণা দেয়।

জলবায়ু অর্থনীতির জন্য নর্ডহাউস এবং এন্ডোজেনাস গ্রোথ থিওরির জন্য রোমারকে এই সম্মানজনক পুরস্কার দেয়া হয়েছে।তাদের এই সম্মানজনক পুরস্কারের জন্য মনোনীত করে রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্সেস।

For Advertisement

750px X 80px
Call : +8801911140321

এই অর্থনীতিবিদদের প্রণীত পদ্ধতি আমাদের সময়ের মৌলিক ও জরুরি সমস্যার সমাধানে অবদান রাখছে বলে মন্তব্য করা হয় নোবেল কর্তৃপক্ষের টুইটার একাউন্টে।

বিজয়ী অর্থনীতিবিদরা প্রায় ১০ লাখ ডলার পাবেন।

উল্লেখ্য, অর্থনীতির নোবেল প্রথাগত পুরস্কার নয়। মূলত ১৯৬৮ সালে সুইডেনের কেন্দ্রীয় ব্যাংক তাদের ৩০০ বছর পূর্তি উপলক্ষে নোবেল ফাউন্ডেশনকে একটি অনুদান দেয়, যা থেকে প্রতিবছর এই পুরস্কার দেয়া হচ্ছে।

For Advertisement

750px X 80px Call : +8801911140321

কারেন্ট নিউজ বিডি'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। 

পাঠকের মতামত: