For Advertisement
750px X 80px Call : +8801911140321আবার একসঙ্গে দেব-রুক্মিনি

টলিউডের দেবের সঙ্গে রুক্মিনির প্রথম সিনেমা ‘চ্যাম্প’। এরপর ‘ককপিট’ ও ‘কবীর’ সিনেমাতেও জুটিবদ্ধ হন দেব-রুক্মিনি।
তবে আবারও একসঙ্গে দেখা যাবে এই জুটিকে। সুহাসিনী মিস্ত্রির জীবনী নিয়ে দেব এবার নির্মাণ করছেন ‘পদ্মশ্রী সুহাসিনী মিস্ত্রি’ নামে সিনেমা। এতে ফের জুটিবদ্ধ হবেন দেব-রুক্মিনি। আর সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করবেন রুক্মিনি মৈত্র। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।
For Advertisement
750px X 80pxCall : +8801911140321
সিনেমাটি পরিচালনা করছেন অনিকেত চ্যাটার্জি। প্রযোজনা করছেন দেব।
এদিকে দেক অভিনীত ‘হইচই আনলিমিটেড’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে। এটি দেবের প্রযোজনায় নির্মিত চতুর্থ সিনেমা। এতে আরও অভিনয় করেছেন কৌশানী মুখার্জি, শাশ্বত চ্যাটার্জি, রজতাভ দত্ত, খরাজ মুখার্জি, সুদীপ্তা চক্রবর্তী প্রমুখ।
For Advertisement
750px X 80px Call : +8801911140321কারেন্ট নিউজ বিডি'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মতামত: