For Advertisement
750px X 80px Call : +8801911140321‘এই সরকারের কোনো আইন আমরা মানি না’

একদলীয় ও এক ব্যক্তির শাসন প্রতিষ্ঠা করতে গিয়ে মুক্তিযুদ্ধের চেতনা এবং জনগণের আকাঙ্ক্ষা ধ্বংস করে দিচ্ছে সরকার বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (০৮ অক্টোবর) সকালে রাজধানীর গুলশানে একটি হোটেলে ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ নিয়ে এক মতবিনিময় সভায় এ কথা বলেন। এ সময় আইনের সমালোচনা করে তা বাতিলের দাবি জানান তিনি।
For Advertisement
750px X 80pxCall : +8801911140321
ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ পাশের প্রতিক্রিয়ায় ফখরুল বলেন, ‘এই সরকারের কোনো আইন আমরা মানি না। কারণ যে সংসদ তা পাস করে তাদের বৈধতা নেই। এটা একটি প্রতারক সরকার।’
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী বোধ হয় কালো হরিণ চোখ দেখতে পেয়েছেন। অত্যন্ত দুঃখের, হতাশার, ক্ষোভের কথা আমরা যে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ করেছি, যে স্বপ্ন দেখেছি, এই সরকার তা ধূলিস্যাৎ করে দিয়েছে। এই দলটি একটার পর পর কালো আইন চাপিয়ে দিয়েছে।’
তিনি আরো বলেন, ‘এছাড়া মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে আমরা যে মুক্ত রাষ্ট্র গড়তে চেয়েছিলাম যেখানে কথা বলার স্বাধীনতা থাকবে।’
মির্জা ফখরুল বলেন, ‘সেই অবস্থাটাকে পুরোপুরিভাবে ধ্বংস করে দিয়ে একটি দলের শাসনকে, একটি ব্যক্তিক শাসনকে প্রতিষ্ঠিত করার জন্য যাবতীয় আয়োজন সম্পন্ন করা হয়েছে। এবং এটা করতে গিয়ে জনগণের আকাঙ্ক্ষা ভেঙে যাচ্ছে।’
For Advertisement
750px X 80px Call : +8801911140321কারেন্ট নিউজ বিডি'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মতামত: