For Advertisement
750px X 80px Call : +8801911140321নারায়ণগঞ্জে থানা থেকেই ওসির মোটরসাইকেল চুরি

নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা থেকে ওসি (তদন্ত) শফিকুল ইসলামের মোটরসাইকেল চুরি হয়েছে। ঘটনার ২১ দিন পার হলেও চুরি হওয়া মোটরসাইকলের এখনও খোঁজ মেলেনি।
এ ঘটনায় ডিউটি অফিসার এএসআই শাহীনকে শোকজ করা হয়েছে এবং ৩ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
For Advertisement
750px X 80pxCall : +8801911140321
মঙ্গলবার নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
আড়াইহাজার থানা পুলিশের ওসি এম এ হক জানান, গত ১৯ সেপ্টেম্বর থানা কম্পাউন্ড থেকে ওসি (তদন্ত) শফিকুল ইসলামের ব্যবহৃত মোটরসাইকেলটি চুরি হয়। এ ব্যাপারে দায়িত্বে অবহেলার অভিযোগে ডিউটি অফিসার এএসআই শাহীনকে শোকজ করা হয়েছে। ঘটনার দিনই কনস্টেবল সরোয়ার এবং রফিককে নারায়ণগঞ্জ পুলিশ লাইনসে প্রত্যাহার করা হয়েছিল বলে জানান ওসি।
পুলিশ সুপার আনিছুর রহমান জানান, এ ব্যাপারে সিনিয়র সহকারী পুলিশ সুপার (অঞ্চল-গ) মো. আনিসুর রহমানকে প্রধান করে ডিএসবির একজন এবং ডিবির একজন কর্মকর্তাকে নিয়ে ৩ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির রিপোর্টের ওপর ভিত্তি করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। কমিটির সদস্যদের বুধবারের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।
For Advertisement
750px X 80px Call : +8801911140321কারেন্ট নিউজ বিডি'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মতামত: