For Advertisement
750px X 80px Call : +8801911140321তমব্রু সীমান্তের ওপারে মেরামত করা হচ্ছে পুরনো বাংকার

বান্দরবানের ঘুমধুমের তমব্রু সীমান্তের ওপারে মিয়ানমারে পুরনো বাংকারগুলো পুনরায় মেরামত করা হচ্ছে বলে জানিয়েছে স্থানীয়রা। সোমবার (৫ মার্চ) বিকালে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের ওয়ান বিজিপি’র সিইও’সহ কর্মকর্তাদের মেরামত কাজ পরিদর্শন শেষে ফিরে যেতে দেখা গেছে।
শুক্রবার (২ মার্চ) দুই দেশের পতাকা বৈঠকের পর থেকে মিয়ানমার আবারও সেনা বৃদ্ধি শুরু করেছে। এই সেনারা প্রতিদিনই রোহিঙ্গা ক্যাম্পের আশপাশে অবস্থান করে নিয়মিত টহল দিচ্ছে।
For Advertisement
750px X 80pxCall : +8801911140321
রোহিঙ্গা নেতা দিল মোহাম্মদ বলেন, ‘মিয়ানমার সেনারা প্রতিদিনই টহল দিচ্ছে। এছাড়া সোমবার থেকে মিয়ানমারের সীমান্ত এলাকায় পুরনো সব বাংকার নতুন করে মেরামত করা হচ্ছে। এ কারণে সীমান্তের জিরো পয়েন্টে আশ্রিত রোহিঙ্গারা চরম আতঙ্কে আছেন এবং নির্ঘুম রাত কাটাচ্ছেন।’
স্থানীয় এক ব্যক্তি জানান, সীমান্তের আশপাশে বসবাসকারীদের মধ্যেও আতঙ্ক বিরাজ করছে। এরইমধ্যে অনেকে বাড়িঘর ছেড়ে আত্মীয়-স্বজনের বাড়িতে চলে গেছেন।
এ বিষয়ে ঘুমধুম প্যানেল চেয়ারম্যান ও ইউপি মেম্বার মো. কামাল উদ্দিন বলেন, ‘আমিও রোহিঙ্গাদের কাছ থেকে বিষয়গুলো শুনেছি। তবে আমরা ওই দেশের কাউকে চিনি না, তাই রোহিঙ্গারা যা বলেছে, তা প্রশাসনকে জানিয়েছি।
এ বিষয়ে বান্দরবান জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক বলেন, ‘ওই দেশে কী হচ্ছে তা আমরা জানি না। এগুলো সবই তাদের অভ্যন্তরীণ ব্যাপার। তবে আপনাদের মতো আমিও বিষয়টি শুনেছি।’
For Advertisement
750px X 80px Call : +8801911140321কারেন্ট নিউজ বিডি'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মতামত: