For Advertisement
750px X 80px Call : +8801911140321স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করেছে স্বামী

যশোরের মণিরামপুরের ঝাঁপায় মঞ্জু খাতুন (৩০) নামে দুই সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ,তাকে স্বামী বাবলু হোসেন গলা টিপে হত্যা করেছেন। বাবলু মালয়েশিয়ান প্রবাসী। অন্য একটি মেয়ের সাথে পরকীয়ার জেরে সে স্ত্রীকে হত্যা করেছে। এই ঘটনায় স্বজনরা হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। খবর পেয়ে মঙ্গলবার দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
মঞ্জুর চাচাতভাই আবুল কালাম জানান, গত ১৫ বছর আগে ঝাঁপা মিস্ত্রিপাড়ার রাজ আলীর ছেলে বাবলু হোসেনে সাথে বিয়ে হয় একই গ্রামের বাগাডেঙি পাড়ার জমশেদ মোড়লের মেয়ে মঞ্জু খাতুনের। বিয়ের পর ওই দম্পতির কোল জুড়ে আসে দুটি সন্তান জিহাদ (১১) ও লামিয়া (৮)। বিয়ের পর থেকে অশান্তি শুরু হয় মঞ্জুর সংসারে। এরইমধ্যে মালয়েশিয়ায় কাজের সন্ধানে যায় বাবলু। কিন্তু সংসারের অশান্তি কমেনি। এই পর্যন্ত ৭-৮ বার বিষয়টি নিয়ে গ্রাম্য শালিসও হয়েছে। গত দুইমাস আগে বিদেশ থেকে ফিরে শালিসের মাধ্যমে মঞ্জুকে ঘরে তোলে বাবলু।
For Advertisement
750px X 80pxCall : +8801911140321
কালামের অভিযোগ,পাড়ার একটি মেয়ের সাথে পরকীয়া চলছে বাবলুর। এই কারণে সোমবার বিকেলে ছেলে জিসান ও বাবা-মাকে মাঠে পাঠিয়ে দিয়ে মঞ্জুকে গলাটিপে হত্যা করে সে। বিষয়টি চাপা দিতে এরপর মেয়ে লামিয়াকে নিয়ে বাবলু রাজগঞ্জ বাজারে যায়। সেখান থেকে ফিরে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আশপাশের লোকের কাছে প্রচার করে মঞ্জু স্ট্রোক করে মারা গেছে। আমাদেরকেও একই কথা বলে ফোন করে বাবলু।
কালাম বলেন, সন্ধ্যায় আমরা এসে দেখি বাড়ির সিঁড়ির নিচে মঞ্জুকে কাপড় দিয়ে ঢেকে ফেলে রেখেছে। তখন ভাল্বের আলোয় কিছু বোঝা যায়নি। সকালে দেখি মঞ্জুর গলায় কাল দাগ পড়ে গেছে। এতে আমরা নিশ্চিত হয়েছি, বাবলু মঞ্জুকে গলা টিপে মেরে ফেলেছে। এই বিষয়ে আমরা হত্যা মামলার প্রস্তুতি নিচ্ছি।’
এই বিষয়ে জানতে চাইলে মঞ্জুর পিতা জমশেদ আলী কান্নায় ভেঙ্গে পড়েন। ফলে তিনি গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলতে পারেননি। স্থানীয় ইউপি সদস্য সাজ্জাদ হোসেন বলেন, ‘শুনেছি, সোমবার বিকেলে বাবলু তার ছেলেটিকে সাথে নিয়ে রাজগঞ্জ বাজারে গেছে। তখন মঞ্জু খাটের ওপর শুয়ে ছিল। পরে সে নিচে পড়ে যায়। এসময় পাশের তিন নারী এসে মঞ্জুকে ধরেন। তাদের হাতের ওপরই মঞ্জুর প্রাণ গেছে বলে তারা জানিয়েছে।’
জানতে চাইলে ঝাঁপা ক্যাম্পের আইসি এসআই সাখাওয়াত হোসেন বলেন,‘লাশের গলার কাছে একটা লালচে দাগ পাওয়া গেছে। ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।’
For Advertisement
750px X 80px Call : +8801911140321কারেন্ট নিউজ বিডি'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মতামত: