For Advertisement
750px X 80px Call : +8801911140321ফেঞ্চুগঞ্জে ভন্ড পীরের ধর্ষণে অন্তঃসত্বা গৃহবধু!

সিলেটের ফেঞ্চুগঞ্জে কলু মিয়া নামে এক ভন্ড পীরের বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠেছে। পরে ভয়ভীতি দেখিয়ে গোপনে ওই মহিলার গর্ভপাতও করা হয়েছে। কুলু মিয়া উপজেলার ঘিলাছড়া পূর্ব বাদেদেউলী গ্রামের বাসিন্দা।
এ ঘটনায় ধর্ষিতা ফেঞ্চুগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ সূত্রে জানা যায়, সম্প্রতি এক প্রবাসীর স্ত্রী নিজের স্বামীর বিষয়ে জানতে কলু পীরের কাছে যান।
For Advertisement
750px X 80pxCall : +8801911140321
ভন্ড পীর ওই মহিলাকে ভয় দেখিয়ে বলেন, তাকে গোসল করিয়ে না দিলে প্রবাসে ওই মহিলার স্বামীর ক্ষতি হবে। ভয় পেয়ে ওই মহিলা গোসল করাতে গেলে তাকে ধর্ষণ করা হয়।
পরে ওই মহিলা গর্ভবতী হয়ে পড়লে তাকে ভয় দেখিয়ে কুলু নিজের বাড়িতে আটকে রাখেন। পরে কলু পীরের এক স্ত্রী ও শ্যালিকার সহায়তায় অজ্ঞান করে এক নার্সের বাসায় নিয়ে ওই মহিলার গর্ভপাত করানো হয়।
এ ব্যপারে ফেঞ্চুগঞ্জে থানার উপ-পরিদর্শক সুহেল মাহমুদ জানান, অভিযোগ তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে কথিত পীর কলুর সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
For Advertisement
750px X 80px Call : +8801911140321কারেন্ট নিউজ বিডি'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মতামত: